আমেরিকায় চলছিল ভোটগ্রহণ, সবচেয়ে বেশি কোন সাইট দেখতে ব্যস্ত ছিল সে দেশের অধিকাংশ নাগরিক?

কয়েকদিন আগেই ৫ই নভেম্বর ছিল আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন।

November 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: টাইমস নাও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিন আগেই ৫ই নভেম্বর ছিল আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে ৫ই নভেম্বরেরই।

সেই রিপোর্টে বলা আছে সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত ১৬% বৃদ্ধি পেয়েছে।
এই বৃদ্ধির পিছনে আমেরিকার দুই ডেমোক্র্যাটস সমর্থক ও রিপাবলিকান সমর্থক দু পক্ষই আছে। নিউক্লিয়ার পোস্টের মতে,ক্যালিফোর্নিয়া সমর্থকরা থিক অ্যান্ড কর্ভি লাইক শব্দ অনুসন্ধান করেছে। কোলোরাডো তে নো নেটঅম্বর, ফ্লোরিডায় মাগা। টেনেসি, মিনেসোটা, লুইসিয়ানা, ইলিয়ানো, মিশুরি, রোড আইল্যান্ড,এবং ওহিও তে মানুষের মধ্যে একেক ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চাহিদা একেক রকমের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen