মোদী আমলে ১৬ লক্ষ কোটি ঋণ মকুব! প্রশ্নের জবাব পেয়ে তৃণমূল সাংসদ বিঁধলেন কেন্দ্রকে

খাদ্যশস্য নষ্ট নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাংসদ মালা রায়।

August 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত দশ বছরে মোদীর নেতৃত্বাধীন সরকার ১৫.৫৭ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আপাতত মকুব করেছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার অনাদায়ী ঋণ নিয়ে করেছিলেন প্রশ্ন। জবাব অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন। উত্তর পেতেই সরব তৃণমূল। এক্স হ্যান্ডেলে জহর সরকার বলেন, সরকার গরিব কৃষকদের ঋণ মকুব করে না, বড় ব্যবসায়ীদের ঋণ মকুব করে।

খাদ্যশস্য নষ্ট নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাংসদ মালা রায়। খাদ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিবুবেন জয়ন্তীভাই লিখিতভাবে জানিয়েছেন, গত তিন বছরে সাড়ে ১৯ কোটি টাকার খাদ্যশস্য নষ্ট হয়েছে। তৃণমূল সাংসদ দীপক অধিকারীর এক প্রশ্নের উত্তরে কর্মীবর্গ মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, গত পাঁচ বছরে গোটা দেশে ১৪২ আইএএস এবং ২১৩ জন আইপিএসের নাম এসেছে বিভাগীয় তদন্তে। এর মধ্যে বাংলায় যথাক্রমে তিন এবং ১২ জন আইএএস-আইপিএসের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen