সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলায় বিপুল অঙ্কের লগ্নি করতে চলছে DVC

পৃথিবী এখন বিকল্প শক্তির পথে হাঁটছে, পরিবেশ রক্ষার তাগিদের পাশাপাশি চিরাচরিত শক্তির ভাণ্ডার শেষ হয়ে যাওয়াও এর জন্য দায়ী।

July 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: MSN

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পৃথিবী এখন বিকল্প শক্তির পথে হাঁটছে, পরিবেশ রক্ষার তাগিদের পাশাপাশি চিরাচরিত শক্তির ভাণ্ডার শেষ হয়ে যাওয়াও এর জন্য দায়ী। বাংলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে বিপুল অঙ্কের লগ্নি করতে চলছে ডিভিসি। প্রায় ছ’হাজার কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে ৩,৯২৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। শুক্রবার ডিভিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার জানিয়েছেন, নতুন সৌরবিদ্যুৎ, পাম্পড স্টোরেজ ও তাপবিদ্যুৎ প্রকল্প গড়তে ডিভিসি ২০৩০ সালের মধ্যে প্রায় ৬০০০ কোটি টাকা লগ্নি করার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, এখন তাঁদের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চোদ্দ মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে চার হাজার মেগাওয়াটে নিয়ে যেতে চান তাঁরা। সেই কাজে ছয় হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা হবে। মাইথন ও পাঞ্চেৎ জলাধারে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়তে এই লগ্নি করা হবে বলে জানিয়েছে ডিভিসি। এখন পাঞ্চেৎ ও তিলাইয়াতে মোট ৩৪৮ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে, যা আগামী বছরের জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এখন ভারতে মোট অপ্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা ১৭৬ গিগাওয়াটের মতো। সুরেশ কুমার বলেন, এখন ভারতে ব্যাটারি স্টোরেজ ক্ষমতা মাত্র চার গিগাওয়াট। ডিভিসি ২৫০ মেগাওয়াট প্রতি ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ব্যাটারি স্টোরেজ প্রকল্প গড়ার পরিকল্পনা করেছে। প্রকল্পের জন্য শীঘ্রি টেন্ডার ডাকা হবে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের লগুপাহাড় ও পুরুলিয়ার পাঞ্চেতে যথাক্রমে ১,৫০০ মেগাওয়াট ও এক হাজার মেগাওয়াট পাম্পড স্টোরেজ বিদ্যুৎ প্রকল্প গড়ার পরিকল্পনা রয়েছে ডিভিসির। পাঞ্চেতের প্রকল্পটি বাংলার রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তুলতে ডিভিসি মউ স্বাক্ষর করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen