উৎসবের মরশুমে ফের জল ছাড়ল DVC, প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে!

ডিভিসি সূত্রে খবর, মাইথন জলাধার থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। টানা নিম্নচাপজনিত বৃষ্টির কারণে ঝাড়খণ্ডে জলস্তর বাড়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে ফিরলে জল ছাড়ার পরিমাণ কমানো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত জুন-জুলাই মাসেও ডিভিসি বিপুল পরিমাণ জল ছেড়েছিল। সেই সময় নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বহু জেলা জলমগ্ন হয়ে পড়ে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে, রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছিল ডিভিসি। সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিল।
ফলে এবারও নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দেওয়ায় স্বভাবতই চিন্তিত প্রশাসন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গিয়েছে।