রাজ্যের অভিযোগকেই মান্যতা কেন্দ্রের! DVC-র ছাড়া মাত্রাতিরিক্ত জলেই ভাসছে বাংলা
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে DVC-র বিপুল পরিমাণ জল ছাড়ার কথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সিআর পাটিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৬: ভাসছে দক্ষিণবঙ্গের নানান এলাকা। রাজ্যের অভিযোগ DVC না-জানিয়ে বিপুল পরিমাণে জল ছাড়ছে। যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের অভিযোগকে কার্যত স্বীকার করল কেন্দ্র। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে DVC-র বিপুল পরিমাণ জল ছাড়ার কথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সিআর পাটিল। কেন্দ্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও এনেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই DVC-র পরিকল্পনাহীন জল ছাড়াকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে মমতা অভিযোগ করেন, ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ এবং ২০২৪ সালের তুলনায় ১১ গুণ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিপর্যস্ত। একে ‘ম্যান মেড বিপর্যয়’ বলেও আখ্যা দেন মমতা।
মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের সূত্র ধরেই রাজ্যসভায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে একাধিক প্রশ্ন করেন তৃণমূল সাংসদ। ১৮ জুন থেকে DVC ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে, এটা সত্য কিনা জানতে চান ঋতব্রত। আরও প্রশ্ন করেন, এই তথ্য যদি তাই হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কি আলোচনা করে জল ছাড়া হয়েছিল? যদি আলোচনা ছাড়াই জল ছাড়া হয় তার কারণ কী?
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানায়, ১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত DVC-র জল ছাড়ার পরিমাণ ২৭ হাজার ৯৮৭ লক্ষ কিউবিক মিটার। তৃণমূলের অভিযোগ কার্যত মেনে নিল কেন্দ্র। রাজ্য সরকারের সঙ্গে জল ছাড়া নিয়ে আলোচনা বা রাজ্যের সম্মতি নেওয়া হয় কি-না সে’প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর দেননি। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন জল ছাড়ার পরিমাণ নিয়ন্ত্রণ করে ‘দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি’ (DVRRC)। সেই কমিটিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “মাত্র ২৮ দিনেই এই বিপুল পরিমাণ জল ছেড়েছে DVC। জুন থেকে জুলাই মাস পর্যন্ত DVC-র জল ছাড়ার পরিমাণ ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার। যা ২০২৩ সালের থেকে ৩০ গুণ ও ২০২৪ সালের থেকে ১১ গুণ বেশি। অভাবনীয়! রাজ্যের সঙ্গে আলোচনা করে জল ছাড়া হয়েছে কি না এর উত্তরে হ্যাঁ বা না কিছুই বলেননি। শুধু কমিটি রয়েছে বলে জানিয়েছে। দুই মাসে অবাধে জল ছেড়ে বাংলাকে ডোবাতে DVC ষড়যন্ত্র করছে। DVC-ই এই বন্যা ঘটিয়েছে।” তৃণমূল সাংসদের আরও বলেন, মুখ্যমন্ত্রী পুরোটাই নিজের দায়িত্বে দেখছেন। বন্যা কবলিত এলাকায় ঘুরছেন। তাঁর হুঁশিয়ারি, “বাংলাকে ডোবালে বাংলায় BJP-র সলিল সমাধি অনিবার্য।”