ভারত মায়ানমার সীমান্তে ভূমিকম্প কাঁপিয়ে দিল গোটা উত্তর পূর্বের রাজ্যগুলিকে

কয়েকদিন আগেই শিলিগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়।

January 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হল উত্তরবঙ্গেও। রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ৫.৪। কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। বিকেল ৩টে ৪২ নাগাদ এই কম্পন অনুভূত হয়।

কয়েকদিন আগেই শিলিগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার। শুক্রবার বিকাল ৩টা ৪২মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, মালদা সহ উত্তরবঙ্গজুড়েই কম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen