জলপাইগুড়িতে ভূমিকম্প, আতঙ্কে মাঝরাতে রাস্তায় মানুষ

এমনিতেই এক নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল জলপাইগুড়ির মানুষ। তারপর আবার ভূমিকম্প। তবে ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা বড়ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

July 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি, প্রতীকী ছবি সৌঃ getty image

শুক্রবার মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ জোরাল কম্পন অনুভুত হয়। কেঁপে ওঠে বাড়িঘর। কম্পনের পর আফটার শক ছিল কিছুক্ষণ। আবার কম্পন হতে পারে এই আশঙ্কায় গভীর রাত পর্যন্ত রাস্তায় ছিলেন অধিকাংশ মানুষ।

এমনিতেই এক নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল জলপাইগুড়ির মানুষ। তারপর আবার ভূমিকম্প। তবে ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা বড়ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা ৫৯মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু। ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen