Earthquake: আফগানিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত জম্মু-কাশ্মীরেও
October 17, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৫৪: আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শুক্রবার বিকেলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬, যা যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে, তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়।
কম্পনের প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে ভারতের জম্মু-কাশ্মীরেও তা অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরেও আফগানিস্তানের উত্তর-পূর্বে কুনার প্রদেশ ভূমিকম্প হয়েছিল। ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। তাতে মৃতের সংখ্যা বেড়ে হল ৮০০। আহত আরও অনেকে।