অসমে ভূমিকম্প! কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গ
September 14, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.২০: রবিবার বিকেলে কেঁপে উঠল বাংলা। অসমের ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আজ, রবিবার বিকেল ৪টে ৪৪ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের
মধ্যবর্তী ঢেকিয়াজুলি।
ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। খুব অল্প সময়ের জন্য মানুষজন সামান্য কাঁপুনি টের পেয়েছেন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।