ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা মহাদেশের কিয়দাংশ, জারি সুনামি সতর্কতা

ভারতীয় সময় অনুসারে, শুক্রবার সকাল ৭টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়।

August 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভারতীয় সময় অনুসারে, শুক্রবার সকাল ৭টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালী। উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে ড্রেক প্রণালী।

এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। আর্জেন্টিনা লাগোয়া চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্রও সুনামি সতর্কতা জারি করেছে। চিলির উপকূলভাগ থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব প্রান্তে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। বিধ্বংসী সুনামি না হলেও, কামচাটকায় ১৪ থেকে ১৬ ফুট ঢেউ দেখা গিয়েছিল। আমেরিকা, জাপান, রাশিয়া সহ একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। ফের এক মাসের মধ্যে জোরালো ভূমিকম্পের জেরে আবারও সুনামি সতর্কতা জারি হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen