স্বত্ব ফেরাল শ্রী সিমেন্ট, নতুন বিনিয়োগকারীর লক্ষ্যে ইস্টবেঙ্গল
শ্রী সিমেন্টের থেকে ফুটবলস্বত্ব ফেরৎ পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল
April 12, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নতুন বিনিয়োগকারীর সঙ্গে যুক্ত হতে সরকারি ভাবে আর কোনও সমস্যা থাকল না ইস্টবেঙ্গলের। কারণ, শ্রী সিমেন্টের থেকে ফুটবলস্বত্ব ফেরৎ পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল।
মঙ্গলবার শ্রী সিমেন্ট ফুটবলস্বত্ব ফিরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। দু’বছর লাল-হলুদের বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিল শ্রী সিমেন্ট। মরসুম শেষ হলেই যে সরতে পারে শ্রী সিমেন্ট, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।