ছুটছে ইস্টবেঙ্গলের জয়রথ, সুলঞ্জনা–ফাজিলা জুটিতে আইডব্লিউএলে গারওয়াল বধ লাল হলুদের মেয়েদের

December 27, 2025 | < 1 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: IWL- এ দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল মহিলা দল। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি, সফরের ধকল—কিছুই যেন থামাতে পারছে না মশাল গার্লসদের। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর কলকাতায় ফেরার তিন দিনের মধ্যেই আইডব্লিউএলে নামলেও জয়ের ধারা বজায় রাখল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। সেতু এফসি’র পর এবার গারওয়াল ইউনাইটেড এফসি’কে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল লাল-হলুদ।

শনিবার কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে। বাঁদিক দিয়ে সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজিরিরার আক্রমণে বারবার চাপে পড়তে থাকে গারওয়ালের রক্ষণ। তবে প্রথম গোলটি আসে ডান দিকের আক্রমণ থেকে, সৌম্যা গুগুলোথের নিখুঁত পাস থেকে সুলঞ্জনার গোল। এরপর একের পর এক সুযোগ নষ্ট করেন ফাজিলা ও রেস্টিরা, বেশ কয়েকবার একেবারে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন উগান্ডার ফরোয়ার্ডরা।

বিরতির আগে ১-০ এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ফের সৌম্যার কর্নার থেকেই ব্যবধান বাড়ান ফাজিলা। তবে ৭২ মিনিটে গোলকিপার পান্থইয়ের ভুলে একটি সহজ শট থেকে গোল খেয়ে বসে লাল-হলুদ।

এই ম্যাচেই ছয় ম্যাচ পর গোল হজম করল ইস্টবেঙ্গল। টানা ম্যাচের ক্লান্তি রক্ষণে ধরা পড়লেও, জয়ের ধারাই আপাতত বড় প্রাপ্তি অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen