কালীঘাটকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সিএফএলের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

৮৭ মিনিটেআর মাথায় শ্যামল বেসরার দুরন্ত দূরপাল্লার শটে গোল করে আবারও ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৩-১ স্কোরলাইন শেষ হয় ম্যাচ।

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
east bengal clears road to super six by defeating kalighat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘ। গ্রুপ শীর্ষে থেকে সুপার সিক্সে চলে গেলো লাল-হলুদ। এই দিন কালীঘাটকে ৩-১ গোলে হারায় বিনো জর্জের ছেলেরা।

শুরু থেকেই এই ম্যাচেও গত কয়েক ম্যাচের মতো বেশ কিছু সিনিয়র দলের ফুটবলারকে প্রথম একাদশে রাখেন তিনি। শুরু থেকেই ম্যাচে দাপট দেখাতে থাকে ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম গোল আসে ২৫ মিনিটের মাথায়। ডেভিড লালহানসাঙ্গাআর করা এক মাত্র গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এর পরে কালীঘাটের বিদ্যানন্দ সিং একটি ভালো সুযোগ পেয়ে ছিল, কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি।প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলা ফলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে গুইতে পেকা খেলার ব্যবধান ২-০ করেদেন। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি পায় কালীঘাট, সেখান থেকে গোল করে ব্যবধান কমায় কালীঘাট। এর কিছুক্ষণ পর শ্যামল বেসরার ক্রস থেকে সহজ সুযোগ পেয়েছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি।

৮৭ মিনিটেআর মাথায় শ্যামল বেসরার দুরন্ত দূরপাল্লার শটে গোল করে আবারও ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৩-১ স্কোরলাইন শেষ হয় ম্যাচ।

এই জয়ের ফলে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী সুপারসিক্স রাউন্ডে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen