সুপার কাপ জিততেই কোন দরজা খুলল ইস্টবেঙ্গলের সামনে?

সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়, সে হিসেবেই ইস্টবেঙ্গলের সামনে সুযোগ এল। জুলাই মাসে যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে।

January 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে:X/eastbengal_fc

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এক যুগের খরা কেটেছে। এবার সুপার কাপ জেতার সঙ্গে সঙ্গে আরও এক সুযোগ এল মশালবাহিনীর সামনে। এশীয় পর্যায়ের প্রতিযোগিতায় ফের নামতে পারবে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলবে তারা। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়, সে হিসেবেই ইস্টবেঙ্গলের সামনে সুযোগ এল। জুলাই মাসে যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে।

এএফসি কাপ বদলে আগামী মরশুম থেকে শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২। যা আদপে এএফসি-র দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা। আইএসএল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মিলবে না, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তেই খেলতে হবে। তবে আইএসএল জিতলে সরাসরি গ্রুপ পর্বের দরজা খুলবে। সুপার কাপ জিতলে কোয়ালিফায়ার পেরিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে যাওয়া যাবে।

লাল-হলুদ শিবির দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে যোগ্যতা অর্জন পর্ব খেলার সুযোগ পেয়েছে। তাজিকিস্তানের রাভশান কুলব এবং তুর্কমেনিস্তানের আর্কাদাগ ইতিমধ্যেই যোগ্যতা অর্জন পর্ব খেলার সুযোগ পেয়েছে। আরও তিনটি ক্লাবের যোগ্যতা অর্জন পর্বে খেলবে। তাদের নির্বাচন এখনও বাকি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen