দীর্ঘদিন পর বড় খেতাব! কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন জিতল ইস্টবেঙ্গল

কলকাতা হকি লিগে মোট ১২টি ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে মোট ৪২টি গোল করেছে লাল-হলুদ ব্রিগেড।

April 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘদিন পর বড় খেতাব জয় ইস্টবেঙ্গলের ( EastBengal)। শনিবার কলকাতা হকি লিগ ২০২২ চ্যাম্পিয়ন (Kolkata Hockey League Champion) হল লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে দীর্ঘদিন পর বড় কোনও খেতাব ঢুকল শতাব্দী প্রাচীন ক্লাবে।

শনিবার কলকাতা হকি লিগে সুপার সিক্সের পঞ্চম ও শেষ ম্যাচে পাঞ্জাব স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল। কিন্তু পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় মাঠে দল নামাতে পারেনি পাঞ্জাব স্পোর্টস, আর এর যার জেরে তারা ওয়াকওভার দিয়ে দেয়। এর ফলে তিন পয়েন্ট নিয়ে বিজয়ী ঘোষিত হয় ইস্টবেঙ্গল।

কলকাতা হকি লিগে মোট ১২টি ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে মোট ৪২টি গোল করেছে লাল-হলুদ ব্রিগেড।

আর এই জয়ের ফলে ১৯৮৯ সালের পর আবারও কলকাতা হকি লিগ জিতল ইস্টবেঙ্গল। যেহেতু ২০০৩-২০২০ সাল অবধি ইস্টবেঙ্গল ক্লাবের কোনও হকি ক্লাব ছিল না, তার ফলে ১৮ বছর পর লিগ জিতল ইস্টবেঙ্গলের হকি দল। ২০২১ সালে হকি লিগে রানার্স হয় লাল-হলুদ ব্রিগেড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen