বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাব

ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

December 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

বৈঠকের পর একটি সাংবাদিক বিবৃতিও জারি করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেখানে ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা জানিয়েছেন, ‘আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে অবস্থিত। দেশভাগের সময় অনেকেই এমন আক্রমণের শিকার হয়েছিলেন। এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার জন্য আমাদের কাছে প্রচুর ফোন এবং ই-মেইল আসছে।’

ক্লাবের বাকি সমর্থকেরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে বিবৃতিতে জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের নিপীড়ন বন্ধ হওয়া দরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ও-পারে ‘মা, বোন ও ভাইদের বাঁচাতে’ এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান। ক্লাবের অন‌্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা দু’-এক দিনের মধ‌্যে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দেব। বাংলাদেশে সংখ‌্যালঘুদের এই বার্তাই দিতে চাই, আমরা পাশে রয়েছি। তবে এটি দুই দেশের ব‌্যাপার হওয়ায় আগ বাড়িয়ে রাস্তায় নামব না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen