ছুটছে অশ্বমেধের ঘোড়া, মহিতোষের গোলে জয় লাল-হলুদের

ম্যাচের ৭১ মিনিটে বিশ্বজিৎ হেমব্রামের লালকার্ড, ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দশজনের কাস্টমসের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেন পরিবর্ত ফুটবলার মহিতোষ রায়।

August 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডার্বি জয়, ডুরান্ডের নকআউটে পৌঁছে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে লাল-হলুদ শিবির। মহিতোষ রায়ের একমাত্র গোলে মঙ্গলবার নিজেদের মাঠে কাস্টমসকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে, দুই গ্রুপ মিলিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। যদিও কাস্টমসের বিরুদ্ধে প্রায় আটকেই গিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৭১ মিনিটে বিশ্বজিৎ হেমব্রামের লালকার্ড, ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দশজনের কাস্টমসের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেন পরিবর্ত ফুটবলার মহিতোষ রায়।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় জেসিন,‌ আমনরা। সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি বিনো জর্জের দল। ম্যাচের ১১ মিনিটে গোলের সুযোগ এলেও, জেসিন টিকের শট সরাসরি তালুবন্দি করেন কাস্টমসের গোলরক্ষক। প্রথমার্ধের শেষে হাড্ডাহাড্ডি টক্কর দেয় কাস্টমস। সুরজিতের দূরপাল্লার শট রুখে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য। বিরতির পরও দ্বিতীয়ার্ধে, আধিপত্য দেখায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের। অন্যদিকে, ইস্টবেঙ্গল গোলমুখ খুলতে না পারায়, ম্যাচের শেষের দিকে গ্যালারি ক্ষিপ্ত হয়ে ওঠে। দুই দলের ডাগআউটের মধ্যে বচসাও বাঁধে। খেলার ৭১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বজিৎ হেমব্রাম। এতেই খেলা ঘুরে যায়। রক্ষণ সামলাচ্ছিলেন বিশ্বজিৎ, তিনি মাঠ ছাড়তেই ইস্টবেঙ্গল সুবিধা পেয়ে যায়। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন মহিতোষ রায়। এক গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen