ISL-এ প্রথম জয়, যুবভারতীতে দশজনের নর্থইস্টকে হারালো ইস্টবেঙ্গল
আইএসএলে মরশুমের প্রথম জয় পেল অস্কার ব্রুজোর দল।
November 29, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ISL এর চলতি মরশুমে প্রথম জয় পেল অস্কার ব্রুজোর দল। নর্থইস্টকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা শুরু ২৩ মিনিটে তালালের অসাধারণ ক্রস থেকে হেডে গোল করে যান দিয়ামান্তোকোস।
৭২ মিনিটে নর্থইস্টের বেমাম্মের লাল কার্ড দেখেন। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের চুংনুঙ্গাও। খেলার শেষ লগ্নে দুই দলই দশজনে খেলল। লাল-হলুদের বক্সে বারবার আক্রমণে গেলেও গোলের মুখ খুলতে পারেনি নর্থইস্ট। দিয়ামান্তোকোসের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। ৮ ম্যাচে ৪ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। লিগ টেবিলের শেষেই রইল মশাল বাহিনী।