ইস্টবেঙ্গলের ১০৬তম প্রতিষ্ঠা দিবসে ঐতিহাসিক শিল্ড জয়ের সুবর্ণজয়ন্তীর উদযাপন

কলকাতা ডার্বির ইতিহাসে আজও সবচেয়ে বড় ব্যবধানে জয়—চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে লাল-হলুদের বড় সাফল্য।

August 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২২: ইস্টবেঙ্গল ক্লাবের(East Bengal club) ইতিহাসে ১৯৭৫ সালের আইএফএ শিল্ড জয় এক গৌরবময় অধ্যায়। সেই জয়েরই ৫০ বছর পূর্তিকে সামনে রেখে ১ আগস্ট, শুক্রবার, ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে থাকছে সেই ঐতিহাসিক মুহূর্ত। কলকাতা ডার্বির ইতিহাসে আজও সবচেয়ে বড় ব্যবধানে জয়—চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে লাল-হলুদের বড় সাফল্য।

যদিও মূলত ৩০ সেপ্টেম্বর সেই ম্যাচ হয়েছিল, তবে আগেভাগেই এই সোনালি জয়ের স্মৃতিচারণ করতে উদ্যোগী হয়েছে ক্লাব। শুক্রবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হবে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী পর্ব। থাকছে ১৯৭৫ সালের ফাইনালের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শনীও।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য। এবার ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন দেশের প্রাক্তন হকি অধিনায়ক পি আর শ্রীজেশ। অন্যদিকে, বিদেশে থাকায় ডঃ রমেশচন্দ্র সেন স্মৃতি জীবনকৃতি সম্মানপ্রাপ্ত প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্রের হয়ে পুরস্কার গ্রহণ করবেন তাঁর পরিবারের সদস্যরা। ‘বোমকেশ বসু স্মৃতি সম্মান’ পাচ্ছেন ক্রীড়া সাংবাদিক মিহির বসু।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একঝাঁক প্রাক্তন লাল-হলুদ তারকা ফুটবলার। থাকবেন ক্লাবের বর্তমান সিনিয়র, রিজার্ভ ও মহিলা দলের ফুটবলার, কোচিং স্টাফরা

এই বছর পুরুষ ও মহিলা ফুটবলে ক্লাবের বর্ষসেরা ফুটবলার হয়েছেন যথাক্রমে সৌভিক চক্রবর্তী ও সৌম্যা গুগুলথ। প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে সম্মান পাচ্ছেন পিভি বিষ্ণু, এবং বর্ষসেরা ক্রিকেটার কণিষ্ক শেঠ। ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মান পাচ্ছেন মহিলা দলের অভিজ্ঞ ফুটবলার সংগীতা বাসফোর।

এছাড়াও সম্মান জানানো হবে কোচ সঞ্জয় সেন, অ্যান্থনি অ্যান্ড্রুজ, দুই রেফারি করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু, সমর্থক ননীগোপাল বণিক ও মন্টু সাহা, দাবাড়ু আরণ্যক ঘোষকে।

এদিকে ক্লাব সূত্রে খবর, আগস্টের প্রথম সপ্তাহেই ইস্টবেঙ্গলের মাঠের সংস্কার কাজ শেষ হবে। সব কিছু ঠিক থাকলে ১০ আগস্টের পর থেকেই নিজেদের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামতে পারে ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen