ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয় ইস্টবেঙ্গলের, মরোক্কান স্ট্রাইকারের একমাত্র গোলে জয়ী লাল হলুদ

ডুরান্ড কাপে দারুণ শুরুর পর ফের জয়ের ছন্দে ফিরল ইস্টবেঙ্গল।

August 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৫: ডুরান্ড কাপে দারুণ শুরুর পর ফের জয়ের ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল লাল-হলুদ ব্রিগেড। যদিও এই ম্যাচে জয় আসতে সময় লেগেছে, তবুও শেষ হাসি হেসেছে অস্কার ব্রুজোর ছেলেরা।

বুধবার নামধারী এফসি-র বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ইস্টবেঙ্গল। শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে থাকে রসিদ, মিগুয়েলরা। মাত্র আট মিনিটের মধ্যেই টানা তিনটি কর্নার আদায় করে নেয় ইস্টবেঙ্গল। তবুও গোল আসেনি ইস্টবেঙ্গলের পক্ষে।

ম্যাচের২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হওয়া ব্রাজিলিয়ান মিগুয়েলের শট বার পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে মিগুয়েল দুটি শট পোস্টে লাগে। প্রথমার্ধে ম্যাচের স্কোর লাইন গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে ইস্টবেঙ্গল। বারবার আক্রমণ শানিয়েও প্রতিপক্ষের গোলরক্ষক নীরজ কুমারের সামনে বারবার আটকে যাচ্ছিলেন মহেশ, ডিমিরা। তবে ম্যাচের ৬৭ মিনিটে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। লাল হলুদের মরোক্কান স্ট্রাইকার হামিদের মাথা থেকে এলো ম্যাচের একমাত্র গোল। তিনি মাঠে নামতেই মিগুয়েলের কর্নার থেকে ভাসানো বল এবং হামিদের হেড। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল।
এর ফলে পরবর্তী রাউন্ডে লাল হলুদের যাওয়া প্রায় নিশ্চিত। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ এবং গ্রুপের শেষ ম্যাচ ১০ তারিখ কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর বিরুদ্ধে।

উল্লেখ্য এই দিনের ম্যাচে লাল হলুদের গ্যালারিতে দেখা গেল এক অভিনব টিফো। বাংলা ভাষার বিরুদ্ধে বর্তমান সময়ে যে নির্মম অত্যাচার চলছে তা নিয়ে গ্যালারিতে প্রতিবাদী ভাবমূর্তি দেখা যায় লাল হলুদের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen