শিলংয়ে স্বপ্নভঙ্গ, ডুরান্ডে লাজংয়ের কাছে হেরে বিদায় ইস্টবেঙ্গলের

East Bengal

August 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ডে স্বপ্নভঙ্গ লাল-হলুদ ব্রিগেডের। গতবারেরডুরান্ড রানার্স ইস্টবেঙ্গলের অভিযান এবার শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই। শিলং লাজং এফসির ঘরের মাঠে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। খালি হাতেই শিলং থেকে ফিরতে হল ইস্টবেঙ্গলকে। ২-১ ফলে জিতে ডুরান্ডের সেমিফাইনালে চলে গেল লাজং। 

 রক্ষণের ব্যর্থতাতেই জোড়া গোল খেল লাল-হলুদ শিবির। এদিন শুরুতেই আট মিনিটের মধ্যে রুডওয়ের গোলে করে এগিয়ে যায় লাজং। একাধিকবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নন্দকুমাররা। তবে প্রথমার্ধে আর গোল খায়নি ইস্টবেঙ্গল। 

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে পৌঁছে দুরন্ত গোল করেন নন্দ। ৮৪ মিনিটে ফের গোল করে ম্যাচে এগিয়ে যায় লাজং। ফিগোর গোলে শেষ চারে পৌঁছে যায় তারা। ফলে ডুরান্ড থেকে বিদায় নিল লাল-হলুদ শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen