অধরা জয়, আর্কাদাগের কাছে হেরে AFC Challenge League থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল

৩৩ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্ডার। বাকি সময় ১০ জনে খেলতে হয় তাদের।

March 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

আর্কাদগ এফসি: ২ (আন্নাদুরদিয়েভ-পেনাল্টি, হাইড্রো)
ইস্টবেঙ্গল: ১ (মেসি বাউলি)
সবমিলিয়ে ৩-১ গোলে জয়ী আর্কাদগ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ রক্ষা হলনা। এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে আর্কাদাগের কাছে ১-৩ ব্যবধানে হেরে গেল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে সাঙ্গ হল আন্তর্জাতিক জয়ের স্বপ্ন।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে দিয়েছিলেন মেসি। দিয়ামানতাকোসের পাস থেকে আলতো শটে গোল করেন তিনি। তারপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। লাল কার্ড পান লালচুননুঙ্গার। ৩৩ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্ডার। বাকি সময় ১০ জনে খেলতে হয় তাদের। তবে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে ৮৭ মিনিটে এসে সৌভিক চক্রবর্তীর ফাউলে পড়ে যান তির্কিশভ। পেনাল্টি থেকে গোল করলেন আন্নাদুরদিয়েভ। ৯৬ মিনিটে গোল করেন হাইড্রো। শেষ পর্যন্ত ২-১ ফলে ম্যাচ হারলেন জিকসন সিংরা। সবমিলিয়ে ৩-১ হেরে এফসি স্বপ্নভঙ্গ হল মশাল বাহিনীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen