মিনি ডার্বিতে মহমেডানের কাছে হারলো ইস্টবেঙ্গল, খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে সাদা-কালো

ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন নন্দকুমার।

September 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
মিনি ডার্বিতে মহমেডানের কাছে হারলো ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার গুরুত্বপূর্ণ মিনি ডার্বিতে জিতে খেতাব দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং‌।‌ বৃষ্টিভেজা কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল সাদা কালো ব্রিগেড। জোড়া গোল দিলেন মহমেডানের ডেভিড। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন নন্দকুমার।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মহমেডানের খেলায় ছন্দপতন ঘটে, ফলে ব্যবধান কমানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। তপরিবর্ত ফুটবলার শৌভিকের শট ইরশাদের কাঁধে লাগলেও হ্যান্ডবল বলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করেন নন্দকুমার।

কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে এই জয়ের ফলে ভাল জায়গায় পৌঁছে গেল মহামেডান। এবার সুপার সিক্সে দুই ম্যাচই জিতল তারা। ইস্টবেঙ্গল সুপার সিক্সের প্রথম ম্যাচেই হারল।

প্রসঙ্গত এর আগে গ্রুপ পর্বে মহামেডান পেয়েছিল ২৯ পয়েন্ট। ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে পেয়েছিল ৩০ পয়েন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen