কালীঘাটকে হারিয়ে জয়ের ছন্দে ইস্টবেঙ্গল, সুপার সিক্সের স্বপ্ন টিকিয়ে রাখল লাল-হলুদ
টানা কয়েকটি ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর অবশেষে কালীঘাট স্পোর্টস লাভার্সকে ১-০ গোলে হারিয়ে জয়ের ছন্দে ফিরল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল: ১ (গুইতে)
কালীঘাট এসএল: ০
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৭: নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার স্বস্তিতে ফিরল লাল-হলুদ। টানা কয়েকটি ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর অবশেষে কালীঘাট স্পোর্টস লাভার্সকে ১-০ গোলে হারিয়ে জয়ের ছন্দে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ উঠে আপাতত তৃতীয় স্থানে জায়গা করে নিল বিনো জর্জের দল।
এই ম্যাচে কোচ বিনো জর্জ ভরসা রেখেছিলেন মূল দলের অভিজ্ঞ সদস্যদের উপর। চোট ও কার্ড সমস্যার কারণে মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার, জেসিন টিকেরা, ডেভিড ও প্রভাত লাকড়া ছিলেন মাঠের বাইরে। ফলে প্রথম একাদশে সুযোগ পান দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী এবং এডমুন্ড লালরিনডিকা।
তবে শুরু থেকেই লাল-হলুদের খেলায় আগ্রাসন থাকলেও প্রথমার্ধে তা গোলে পরিণত করতে পারেনি তারা। একাধিক সহজ সুযোগ হাতছাড়া হয়, দলের বোঝাপড়ার ঘাটতিও ছিল স্পষ্ট। অন্যদিকে, কালীঘাটও কিছু আক্রমণ শানালেও তা লাল-হলুদের রক্ষণভাগে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার পর চিত্র কিছুটা বদলে যায়। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল এবং ৫৪ মিনিটে এডমুন্ডের পাস থেকে গুইতের দুর্দান্ত ফিনিশে লিড পেয়ে যায় তারা। এই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ সময় পর্যন্ত কালীঘাট মরিয়া চেষ্টা চালালেও ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ও গোলকিপার দেবজিৎ মজুমদার ছিলেন অনবদ্য।
এই জয়ের ফলে ৮ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৪ — চার জয়, দুই ড্র এবং দুই হার নিয়ে। ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো লাল-হলুদ।