সন্তোষ ট্রফিতে রানার্স হওয়ার পুরস্কার! বাংলার ফুটবলারদের ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব ক্লাবকর্তাদের

সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বাংলা দলকে সংবর্ধনা দিল ইস্টবেঙ্গল ক্লাব।

May 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: কলকাতা টিভি

সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বাংলা দলকে সংবর্ধনা দিল ইস্টবেঙ্গল ক্লাব। দলের ফুটবলার, কোচ, ম্যানেজার এবং সাপোর্ট স্টাফদের সংবর্ধনা দেওয়ার পর ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে নীতু সরকার প্রস্তাব দেন, আমরা আপনাদের সবাইকে আমাদের ক্লাবে খেলাতে চাই। আমরা ইতিমধ্যেই এই টিমের পাঁচ-ছয়জনকে সই করিয়েছি। বাকিদের জন্যও আমাদের ক্লাবের দরজা খোলা। ইস্ট বেঙ্গল আই এস এল-এ খেলছে গত দু বছর। এবারও তারা খেলবে। তবে এখনও ইনভেস্টর পায়নি। তবু বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার বলেন, “আমি আই এস এল-এ খেলতে চাই। সেটা যদি ইস্ট বেঙ্গলের হয়ে খেলি খুব ভাল হয়।”

সংবর্ধনায় বাংলা দলের সঙ্গে যুক্ত সবাইকে লাল হলুদ উত্তরীয় পরানো হয়। তাদের দেওয়া হয়, ইস্ট বেঙ্গলের শতবার্ষিকী স্মারক মুদ্রা। সভায় ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আই এফ এ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তিনি জানান, আই এফ এ-র পক্ষ থেকে বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে তাদের পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen