ডার্বির আগে লাল-হলুদ শিবিরে দুই তারকা ডিফেন্ডার, উজ্জীবিত ভক্তরা

১২ আগস্ট ডার্বি শুরু। তার আগে ইস্টবেঙ্গলে নাম লেখালেন জর্ডন এলসে ও পেদ্রো লুকাস

August 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১২ আগস্ট ডার্বি শুরু। তার আগে ইস্টবেঙ্গলে নাম লেখালেন জর্ডন এলসে ও পেদ্রো লুকাস। অনেকদিন ধরেই এই দুই ফুটবলারের সই নিয়ে ছিল নানা জল্পনা। গতকাল শনিবার প্রেস রিলিজ দিয়ে এই দুই ফুটবলারের আসার খবর নিশ্চিত করেছে ইমামি ইস্টবেঙ্গল। সাম্প্রতিককালে লাল-হলুদ শিবিরের ব্যর্থতার রেশ কাটাতে এই উদ্যোগ নয়া কোচের।

তাই দারুণ খুশি ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন, ‘একটা দলকে শক্তিশালী করতে গেলে তার ডিফেন্স মজবুত হওয়া দরকার। আমরা সেটাই চেষ্টা করছি।’ কুয়াদ্রাত-এর মতে তিনি ফের শূন্য থেকে শুরু করেছেন। তাই সমর্থকদের টিমের উপরে ভরসা রাখার আবেদন করেছেন তিনি। ডার্বি নিয়ে ইস্টবেঙ্গল কোচের আশা মাঠের ভিতরে, মাঠের বাইরে সবাই মিলে চেষ্টা করলে, নিশ্চই ভাল কিছু করা সম্ভব হবে। যাইহোক, দুই তারকা ডিফেন্ডারকে দলে পেয়ে উজ্জীবিত লাল-হলুদ ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen