শেষের মুহূর্তে বাংলাদেশের দুটি গোল, ড্র দিয়ে Durand অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্বক ফুটবল খেলে ইস্টবেঙ্গল।

August 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ড্র দিয়ে Durand অভিযান শুরু ইস্টবেঙ্গলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ডুরান্ড কাপে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও বাংলাদেশ আর্মি।

প্রথমার্ধের ৬ এবং ২৩ মিনিটের মাথায় গোলের সুযোগ হারায় ইস্টবেঙ্গল। ৩২ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করে ক্রেসপো এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। বিরতির ঠিক আগে সিভরিয়ো দ্বিতীয় গোল করে ২-০ এগিয়ে দেয় লাল-হলুদ শিবিরকে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্বক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। যখন মনে হচ্ছিল ইস্টবেঙ্গল ম্যাচ জিততে চলেছে হঠাৎ ৮৬ মিনিটের মাথায় বাংলাদেশ আর্মির মহম্মদ ইমন গোল করে ২-১ করে দেয়। বাংলাদেশ আর্মির মিরাজ প্রধান অতিরিক্ত সময়ে গোল করে ২-২ করে ম্যাচ ড্র করে দেয়।

হ্যান্ড বলের জন্য সিভেরিয়ো হলুদ কার্ড দেখে। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে নিশু কুমার।

লাল হলুদ শিবিরের পরের ম্যাচ ১২ই আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে। সকল ফুটবল প্রেমী এই ডার্বির দিকে তাকিয়ে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen