সুনীল-রয়কৃষ্ণদের আটকে দিয়ে বেঙ্গালুরুকে ঘরের মাঠেই হারাল ইস্টবেঙ্গল
অবশেষে এলো কাঙ্খিত জয়

অবশেষে এলো কাঙ্খিত জয়। বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে সমর্থকদের কিছুটা স্বস্তি এনে দিলেন ইস্টবেঙ্গলের কোচ কনস্টান্টাইন। নর্থ-ইস্টকে হারানোর পর ISL-এ প্রত্যাশা জাগিয়েছিল লাল হলুদ ব্রিগেড। তারপর মোহনবাগানের সঙ্গে ডার্বিতে আর চেন্নাইয়নের কাছে হার, এই জোড়া ধাক্কায় ISL-এর লীগ টেবিলে অনেকটাই নিচে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর শ্রী ক্রান্তিবীর স্টেডিয়ামে গড়ের মাঠে সুনীল ছেত্রীদের হারিয়ে একটু আশা দেখল কলকাতার এই শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব।
আজ প্রথমার্ধে ঘরের মাঠে ভালোই খেলে সুনীল ছেত্রীরা। ইস্টবেঙ্গলকে একটি পেনাল্টি দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এই অর্ধের খেলা শেষে স্কোর ছিল ০-০। দ্বিতীয়ার্ধে খেলার রাশ ধরে ইস্টবেঙ্গল। রয়কৃষ্ণই কিছুটা বেগ দিলে বেঙ্গালুরুর পক্ষে গোল করতে বার্থ হন তিনি। খেলার ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে জয়সূচক গোলটি করেন ক্লেইটন ডি সিলভা। আজকের জয়ের ফল হিসেবে লীগ টেবিলের অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। ৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬।