আজ যুবভারতীতে মিনি ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল-মহামেডান স্পোর্টিং

আজ, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বিতে মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ও ইস্ট বেঙ্গল। আইএসএলের পয়েন্ট টেবিলে এখন একাদশতম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। ১৯ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ১৮ পয়েন্ট। ১৩ নম্বরে আছে মহমেডান স্পোর্টিং, ১৯ ম্যাচে ১১ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। শেষ পাঁচ ম্যাচে দুই দলেরই জয় এসেছে মাত্র একটিতে। তিনটি হার ও একটি ড্র। ইস্ট বেঙ্গলের খেলায় সমর্থকরা ক্ষুব্ধ। শুক্রবার ইস্ট বেঙ্গলের অনুশীলনের পর ফুটবলারদের উদ্দেশ্যে কটূক্তি করেন অনুরাগীরা।

February 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বিতে মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ও ইস্ট বেঙ্গল। আইএসএলের পয়েন্ট টেবিলে এখন একাদশতম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। ১৯ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ১৮ পয়েন্ট। ১৩ নম্বরে আছে মহমেডান স্পোর্টিং, ১৯ ম্যাচে ১১ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। শেষ পাঁচ ম্যাচে দুই দলেরই জয় এসেছে মাত্র একটিতে। তিনটি হার ও একটি ড্র। ইস্ট বেঙ্গলের খেলায় সমর্থকরা ক্ষুব্ধ। শুক্রবার ইস্ট বেঙ্গলের অনুশীলনের পর ফুটবলারদের উদ্দেশ্যে কটূক্তি করেন অনুরাগীরা।

চলতি মরশুমে এখনও কোনও ডার্বি জয়ের স্বাদ পায়নি ইস্ট বেঙ্গল। প্রথম লেগে মহমেডানের বিরুদ্ধে ড্র করে মশাল ব্রিগেড। রবিবার কোচ ব্রুজোঁর দলে চোটের তালিকা দীর্ঘ। নাওরেম মহেশের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, পায়ের পাতা ও গোড়ালিতে চোট রয়েছে তাঁর। শেষ মুহূর্ত পর্যন্ত নাওরেমকে মাঠে নামানোর চেষ্টা চালানো হচ্ছে।

দলকে ফেলে দেশে ফিরেছেন মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চেরনিশভ। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব মেহরাজউদ্দিনের কাঁধে। কার্ড সমস্যায় কাসিমভ না থাকায় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালেক্সিসকে। ভরসা ফ্রাঙ্কা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭-৩০ মিনিটে। খেলার সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen