সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গলের দাপট অব্যাহত, পাকিস্তানের করাচি সিটিকে উড়িয়ে শীর্ষে লাল-হলুদের মেয়েরা

December 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল মহিলা দল। বৃহস্পতিবার পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে লাল-হলুদের ম্যাচটি ঘিরে দুই দেশের রাজনৈতিক আবহের জন্য বাড়তি কৌতূহল ছিল ক্রীড়াপ্রেমীদের মাঝে। তবে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ব্যবধান স্পষ্ট হয়ে যায়।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় সুলঞ্জনা রাউলরা। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই দুর্দান্ত ফিনিশে লিড এনে দেন সুলঞ্জনা। গোলের পরও থামেননি লালহলুদ ফরোয়ার্ডরা। পাক ডিফেন্স ভেদ করে বারবার আক্রমণে উঠলেও প্রথমার্ধে আর জাল ভেদ করা যায়নি। তবে বিরতির পর মুহূর্তেই ফের আঘাত হানে ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে রেস্টির গোলেই কার্যত ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়।

ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে এই জয়ের গুরুত্ব অপরিসীম। আগের ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ হারিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, করাচি সিটির বিরুদ্ধে ২-০ জয় সেই ছন্দকেই আরও উজ্জ্বল করে তুলল। পাঁচ দলের রাউন্ড রবিন লিগে দুই ম্যাচ শেষে ইস্টবেঙ্গল শীর্ষে, গোলপার্থক্যেও তারা অনেকটাই এগিয়ে।

এখন ভারতের ইস্টবেঙ্গলের সামনে বাকি রয়েছে আরও দু’টি লিগ ম্যাচ। তবে বৃহস্পতিবারের পারফরম্যান্সে স্পষ্ট—ফাইনালের টিকিট ছিনিয়ে নিতে একধাপ এগিয়ে গিয়েছে লালহলুদের মহিলা ব্রিগেড। সামনে শুধু ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen