আজ সুপার কাপ অভিযান শুরু লাল-হলুদের, লক্ষ্য খেতাব ধরে রাখা

দু’বার আইএসএলে মুখোমুখি হয়েছে দুই দল। কোচিতে কেরল জিতলেও যুবভারতীতে জ্বলে উঠেছিল মশাল।

April 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ সুপার কাপ অভিযান শুরু লাল-হলুদের, লক্ষ্য খেতাব ধরে রাখা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত বছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল। এবারেও খেতাব ধরে রাখতে মরিয়া লাল-হলুদ। আইএসএলের ব্যর্থতা কাটিয়ে সুপার কাপকে পাখির চোখ করেছে মশাল বাহিনী। নক-আউট টুর্নামেন্টে প্রথমদিন অর্থাৎ আজ মাঠে নামছে মশাল বাহিনী। আজ, রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স।

সুপার কাপে ছয় বিদেশি খেলানোর নিয়ম রয়েছে। কোচের সঙ্গে ঝামেলায় জড়ানোয় ক্লেটন সিলভাকে তাড়িয়েছে লাল-হলুদ শিবির। মাঝমাঠের ভরসা সাউল ক্রেসপো সুপার কাপের প্রথম ম্যাচে অনিশ্চিত। মরশুমের অধিকাংশ সময় চোটের কারণে বাইরে থাকতে হয়েছে ক্রেসপোকে। চার বিদেশি নিয়েই দল সাজাচ্ছেন অস্কার ব্রুজোঁ।

দু’বার আইএসএলে মুখোমুখি হয়েছে দুই দল। কোচিতে কেরল জিতলেও যুবভারতীতে জ্বলে উঠেছিল মশাল। আনোয়ার ও হেক্টর পুরো ফিট। ফরোয়ার্ডে দিয়ামানতাকোস ও মেসি বৌলিকে একসঙ্গে খেলিয়ে গোলের মুখ খুলতে চান অস্কার। নোয়া, পেফরা, লুনা, গিমিনেজদের নিয়ে সুপার কাপে নামছে কেরল ব্লাস্টার্স। সুপার কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফলে না পৌঁছলে সরাসরি টাই-ব্রেকার হয়। আজ খেলা শুরু রাত আটটায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen