কল্লোলিনী কলকাতার বুকে গাজোলডোবার ধাঁচে গড়ে উঠছে নতুন পর্যটনকেন্দ্র, জানেন কোথায়?

পূর্ব কলকাতা জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে বাঁচিয়েই পর্যটন কেন্দ্র করে তোলা হবে। সেভাবেই সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে

July 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
East Kolkata Wetlands to Become Next Eco-Tourism Hub
পূর্ব কলকাতা জলাভূমিকে ঘিরে গড়ে তোলা হবে পর্যটনক্ষেত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৮: এবার কলকাতায় এক টুকরো গাজোলডোবা! শহরের বুকে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘিরে গড়ে তোলা হবে এক আধুনিক পর্যটনক্ষেত্র। পূর্ব কলকাতা জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে বাঁচিয়েই পর্যটন কেন্দ্র করে তোলা হবে। সেভাবেই সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব গিয়েছে কলকাতা পুরসভার তরফে।

ব্রিটিশ আমলে শহরের নিকাশি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই জলাভূমি। শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করল এই পূর্ব কলকাতা জলাভূমি। বহু পাখি, মাছ এবং জলজ উদ্ভিদের নিরাপদ আশ্রয়স্থলও ছিল। জমি দখল ও বহুতলের চাপে সঙ্কুচিত হয়ে পড়েছে পূর্ব কলকাতা জলাভূমি। তাই শহরের কিডনিকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌন্দর্যায়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা, আইনি বাধা-বিপত্তি এবং মৎস্য দপ্তরের নিয়মাবলি খতিয়ে দেখে পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রে থাকবে হাউসবোট, মাছ ধরা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা এবং রেস্তোরাঁ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশ রক্ষা পাবে। একই সঙ্গে অর্থনৈতিকভাবেও শহর ও রাজ্য লাভের মুখ দেখবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen