সেনাবাহিনীতে ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রসম্ভার চাক্ষুষ করতে চান, তাহলে কলকাতার কোথায় যেতে হবে?

ডিআরডিও সহ দেশের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাজির থাকবে একাধিক বিদেশি সংস্থাও। যুক্ত থাকবে এমএসএমই’ও

November 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী, ফাইল চিত্র (PTI)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নয়া প্রযুক্তির সুবিধাযুক্ত আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘ইস্ট টেক-২০২৪’। ডিআরডিও সহ দেশের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাজির থাকবে একাধিক বিদেশি সংস্থাও। যুক্ত থাকবে এমএসএমই’ও। এই প্রদর্শনীর পার্টনারশিপে রয়েছে ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স।

সায়েন্স সিটির বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। সেখানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তেওয়ারি সহ পদস্থ অফিসাররা উপস্থিত থাকবেন। আসতে পারেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই মতো নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ‘ইস্ট টেক-২০২৪’ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনী হতে চলেছে। কারণ, ভারতীয় প্রযুক্তি অর্থাৎ, মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতকে তুলে ধরা হবে। তাই প্রতিরক্ষা সংক্রান্ত ভারতীয় প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে এই ‘ইস্ট টেক’ খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দু’দিন ধরে তারা নিজেদের প্রস্তুত করা অত্যাধুনিক প্রযুক্তির নানা আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করবে। এই ‘ইস্ট টেক-২০২৪’ অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী শশী পাঁজা এবং মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিত থাকার কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen