গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের জন্য এক ডজন স্পেশাল ট্রেন চালাবে রেল

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ১২ থেকে ১৭ জানুয়ারির মধ্যে এক ডজন স্পেশাল গ্যালপিং ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল

January 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ১২ থেকে ১৭ জানুয়ারির মধ্যে এক ডজন স্পেশাল গ্যালপিং ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তীর্থযাত্রীদের জন্যেই এই ব্যবস্থা। মেলা ও আগেপরের দিনগুলিতে শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে এই বিশেষ পরিষেবা মিলবে। আরও তিনটি লোকাল ট্রেনের যাত্রাপথ বর্ধিত করা হবে। ১২টি সাগর মেলা স্পেশালের মধ্যে শিয়ালদহ থেকে তিনটি ট্রেন চলবে। কলকাতা স্টেশন থেকে চলবে দু’টি স্পেশাল। নামখানা থেকে পাঁচটি স্পেশাল ট্রেন চলাচল করবে। লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে আরও একটি করে বিশেষ ট্রেন চলবে।

তিনটি মেলা স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে যাত্রা করবে যথাক্রমে সকাল ৬টা ১৫ মিনিট, দুপুর ২টো ৪০ মিনিট এবং বিকেল ৪টা ২৪ মিনিটে। কলকাতা স্টেশন থেকে দু’টি স্পেশাল ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল ৭টা ৩৫ মিনিট ও রাত সাড়ে ৯টায়। নামখানা থেকে পাঁচটি বিশেষ ট্রেন ছাড়বে যথাক্রমে রাত ২টো ৫ মিনিট, সকাল ৯টা ১০ মিনিট, সকাল ১১টা ১৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। দুপুর ২টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে এবং রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে মেলা স্পেশাল ছাড়বে।

গ্যালপিং মেলা স্পেশাল ট্রেনগুলো বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না। গঙ্গাসাগরের জন্য স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen