#এবারপুজোয়মাস্কমাস্ট নতুন হ্যাশ প্রচার কলকাতা পুলিশের 

কলকাতা পুলিশের নিজস্ব কর্মশালা যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়, সেই ভিডিওর মাধ্যমে একটি মিউজিক ভিডিও প্রকাশ করে সকলকে পুজোয় মাস্ক পরতেই হবে, এমন বার্তা দিল কলকাতা পুলিশ।

October 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবারের পুজোকে কেন্দ্র করে এক নতুন প্রচার শুরু করলো কলকাতা পুলিশ। করোনা ঠেকাকে তারা গত আট মাস ধরে অবিশ্রান্ত পরিশ্রম করে চলেছেন। ইতিমধ্যেই প্রাণ গেছে বহু পুলিশকর্মীর। কেউ জানে না করোনার শেষ কোথায়? আর কত মানুষকে নিয়ে সে থামবে! একমাত্র উৎসব পারে মানুষকে বন্দীদশার অবসাদ ও অর্থনৈতিক ও সামাজিক জীবনের অবনতির গ্লানি থেকে মুক্তি দিতে। আর সামনের সপ্তাহেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। 

উৎসবের রঙে অন্যবারের তুলনায় কম হলেও মাতবে রাজ্য। আর তাতেই আশঙ্কা করোনা ছড়ানোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করার শর্তেই পুজো কমিটিগুলিকে পুজো করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সঙ্গে জারি করা হয়েছে আরও কিছু নিয়ম। যেমন মাইকে সচেতনতা প্রচার, মণ্ডপে স্যানিটাইজার বিলি, মাস্ক না থাকলে মাস্ক দেওয়া ইত্যাদি। 

এবার সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। তারা #এবারপুজোয়মাস্কমাস্ট হ্যাশের মাধ্যমে প্রচার শুরু করলো। কলকাতা পুলিশের নিজস্ব কর্মশালা যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়, সেই ভিডিওর মাধ্যমে একটি মিউজিক ভিডিও প্রকাশ করে সকলকে পুজোয় মাস্ক পরতেই হবে, এমন বার্তা দিল কলকাতা পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen