মমতাকে চিঠি কমিশনের, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে রাজি ECI

November 25, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে তারা সম্মত, তা জানানো হয়েছে চিঠিতে। অল্প কয়েকদিনের ব্যবধানে পর পর দু’বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষ চিঠি পাঠান তিনি। আজ, মঙ্গলবার মমতাকে চিঠি দিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা জানাল কমিশন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। চিঠির কারণ উল্লেখ করেছে কমিশন। কমিশন জানিয়েছে, কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার অভিপ্রায়ে সময় চেয়েছিল তৃণমূল। কবে তাদের সঙ্গে দেখা করবে, তা জানিয়ে তৃণমূলনেত্রীকে চিঠি দিল কমিশন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতে কমিশনের এই চিঠি।

উল্লেখ্য, বাংলার SIR শুরু হতেই রাজনৈতিক পারদ চড়ছে। আতঙ্কে মানুষ আত্মঘাতী হচ্ছেন। অন্যদিকে, BLO-রা মাত্রাতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করছেন। কমিশনকে দায়ী করে সুইসাইড নোট অবধি পাওয়া যাচ্ছে। অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। যার প্রতিবাদে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মমতা। সোমবার প্রক্রিয়াগত কিছু অস্বচ্ছতা নিয়ে তিনি দ্বিতীয় চিঠি দেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন গত ২৩ নভেম্বর নির্বাচন কমিশনকে (ECI) চিঠি লিখে সাংসদদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিলেন। সেও প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডেকেছে নির্বাচন কমিশন। শুক্রবার পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে দিল্লির নির্বাচন সদনে বৈঠকে ডাকা হয়েছে।

সকাল ১১টায় বৈঠকে ডাকা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির সঙ্গে আরও চার জন সদস্য বৈঠকে যোগ দিতে পারবেন। দলের পক্ষ থেকে কারা বৈঠকে উপস্থিত থাকবেন, তাঁদের নাম ও ব্যবহৃত গাড়ির বিবরণ কমিশনকে জানাতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen