পর্যটনস্থল থেকে তীর্থকেন্দ্রে উত্তরণ! দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে সৈকত শহরের অর্থনীতিতে এসেছে সমৃদ্ধি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১০: বাঙালির অন্যতম পছন্দের বেড়ানোর জায়গা হল দীঘা। দিন দু’য়েকের ছুটি পেলেই সৈকত শহরে ছোটে বাঙালি। কিন্তু বিগত কয়েকমাসে কয়েকগুণ বেড়ে গিয়েছে দীঘা যাওয়ার বহর। কারণ, জগন্নাথ মন্দির। এখন পর্যটনকেন্দ্রের পরিচয় পেরিয়ে দীঘা পরিণত হয়েছে তীর্থস্থানে। পরিসংখ্যান বলছে, বিগত ৬ মাসে ৯০ লক্ষ ভক্ত গিয়েছেন জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)।
চলতি বছরের ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। পরদিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির। জানা গিয়েছে, গত ৬ মাসে প্রতিদিন প্রায় ৫০ হাজার ভক্ত জগন্নাথদেব দর্শন করেছেন। উৎসবের দিনগুলোতে উপচে পড়েছে ভিড়।
জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড সূত্রে খবর, শুধুমাত্র প্রণামী বাক্সে দৈনিক কমবেশি ১ লক্ষ টাকা জমা পড়ে। অনুদান ও উপহার বাবদ দৈনিক আয় আরও প্রায় ১ লক্ষ টাকা। এছাড়াও প্রসাদ বিক্রি থেকে আয় হয়। দৈনিক আয় প্রায় ২ লক্ষ টাকা। গড়ে ৪ লক্ষ টাকা দৈনিক আয় হয়।
অন্যদিকে, মন্দিরের কারণে পর্যটন ব্যবসা আরও চাঙ্গা হয়েছে। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরও বহু ছোট দোকান। মন্দিরের সেবা এবং নিরাপত্তা, সাফাইকর্মী, হাউস কিপিং মিলিয়ে প্রায় ১৭০ জন কর্মী রয়েছে। অর্থাৎ মন্দিরকে কেন্দ্র করে কর্মস্থান হয়েছে বহু মানুষের। হোটেল ব্যবসায়ীদের আয় বেড়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঋদ্ধ হয়েছে দীঘার অর্থনীতি।