৫ বছরে ভেঙে পড়েছে ভারতের অর্থনীতি – বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামীর

তবে দেশের অর্থনৈতিক হাল যে একেবারেই শোচনীয়, তাও একবাক্যে স্বীকার করেছেন তিনি।

August 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোটা দেশজুড়ে ভয়ানক করোনা সংক্রমণের কারণে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে ৯ শতাংশ অবধি কমতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তবে কেন্দ্র সঠিক নীতি মেনে চললে আগামী আর্থিক বর্ষে ভারতের অর্থনীতি পুরনো অবস্থাতেই ফিরতে পরেও বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার এইপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, “কোভিড-১৯ -এর ফলে সৃষ্টি হওয়া মহামারীর কারণে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে ৯ শতাংশ কমে নেমে যেতে পারে। তবে সঠিক নীতি অনুসরণ করে চললে আগামী অর্থবর্ষেই তা ফিরে আসতে পারে। তবে শুধুমাত্র করোনা নয়, বিগত ৪-৫ বছর ধরেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আর করোনা মহামারীর কারণে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে এই আর্থিক বর্ষের শেষে আপনি দেখবেন ৬ থেকে ৯ শতাংশ বৃদ্ধির হার কমেছে।”

ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত  ওই ভার্চুয়াল বৈঠকে দেশের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, তারও ব্যাখ্যা দেন সুব্রহ্মণ্যম স্বামী। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি একাধিক চিঠি দিয়েছেন বলেও উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমাদের উৎপাদন করার ক্ষমতা রয়েছে। শুধু শ্রমিকরা ও কৃষকরা তাঁদের কাজের জায়গায় ফিরে গেলে। সঠিক নীতি মেনে নতুন করে সব কাজ শুরু হলেই দেশের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছে যাবে।” তবে দেশের অর্থনৈতিক হাল যে একেবারেই শোচনীয়, তাও একবাক্যে স্বীকার করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen