উত্তর ২৪ পরগনায় অভিনব উদ্যোগ সঙ্গীত শিক্ষকের, ছাত্রছাত্রীরা বানাচ্ছে বীজবোমা
অভিভাবকদের মতে, অন্যরকম ভাবনা। সবুজ বাঁচানোর এই প্রয়াস ছোটদের মনে ঢুকে যাচ্ছে। এই কাজ চলতে থাকলে পৃথিবী সুস্থ থাকবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২১: গান শেখা হচ্ছে, সেই সঙ্গে মিলছে পরিবেশ রক্ষার পাঠও। শিক্ষক নিজে হাতে বীজবোমা তৈরি করছেন। ছাত্রছাত্রীদেরও তা শেখাচ্ছেন। উত্তর ২৪ পরগনার অশোকনগরে মানিকতলা অঞ্চলে থাকেন দেবজ্যোতি আচার্য। তিনি স্কুলশিক্ষক। সঙ্গীত শিক্ষক হিসেবে এলাকায় জনপ্রিয়।
তিনি তাঁর বাড়িতে বোমা তৈরি করেন। ছাত্রছাত্রীদের বোমা তৈরির প্রশিক্ষণও দেন। পড়ুয়ারা সেই বোমা মারে। তাঁর ছাত্রছাত্রীরা গত কয়েকদিনে প্রায় ৫০টি জায়গায় বোমা ছুড়েছে। এই বোমা ছুড়ে মারলে জগতের উপকার করে। বোমা তৈরি হয়েছে মাটি দিয়ে। ভিতরে রয়েছে গাছের বীজ। ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে দেবজ্যোতিবাবু ‘বীজবোমা’ তৈরি করছেন। বোমার ভিতরে রয়েছে আম, কাঁঠাল সহ বিভিন্ন ফলগাছের বীজ।
ছাত্রছাত্রীরা চারপাশে বোমা ছুড়েছে। বর্ষার জল পড়ে বীজ থেকে নতুন চারা বেরোবে। তারপর গাছ বড় হবে। অক্সিজেনের জোগান দেবে। পরিবেশ বাঁচাবে। এই বোমা পৃথিবীকে আরও সবুজ করে তুলবে। ছাত্রছাত্রীদের কথায়, প্রথমে স্যার মাটি এনে দেন। তারপর বিভিন্ন ধরনের ফুল ও ফলের বীজ এনে দেন। তারপর তারা যত্ন করে তা দিয়ে গাছবোমা বানায়। ছুটির পর সেই বোমা মারা হয়। অভিভাবকদের মতে, অন্যরকম ভাবনা। সবুজ বাঁচানোর এই প্রয়াস ছোটদের মনে ঢুকে যাচ্ছে। এই কাজ চলতে থাকলে পৃথিবী সুস্থ থাকবে।