ED-র হাতে গ্রেপ্তার বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৪: CBI-র পর ED-র হাতেও গ্রেপ্তার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যদিও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছিলেন জীবনকৃষ্ণ। এবার একই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
আজ, সোমবার সকালে আন্দি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে গ্রেপ্তার করা হয়। বড়ঞা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁকে। জানা যাচ্ছে, আজই তাঁকে পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্ট।
সোমবার সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। জীবনকৃষ্ণের বাড়ি ছাড়াও রঘুনাথগঞ্জে, তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে হানা দেয় তদন্তকারীরা। বীরভূমের সাঁইথিয়ার ন’নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও সোমবার সকাল থেকে তল্লাশি চলছে। মায়া সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি।