আসানসোলের ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলতেই মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডাকলো ইডি?

বৃহস্পতিবার তাঁকে ইডির দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অবৈধ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে নয়ছয় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে গত বছর কয়লা পাচার-কাণ্ডে তাঁকে সমন পাঠিয়েছিল ইডি।

April 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অবৈধ লেনদেনের অভিযোগে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বৃহস্পতিবার তাঁকে ইডির দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অবৈধ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে নয়ছয় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে গত বছর কয়লা পাচার-কাণ্ডে তাঁকে সমন পাঠিয়েছিল ইডি।

পাশাপাশি শিবদাসন নায়ার নামে আরও একজনকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে ১১ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাঁদের তলব করা হয়েছে তা এখনও পর্যন্ত ইডির তরফে স্পষ্ট করে বলা হয়নি।

এদিকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়া থেকে অভিষেক-পত্নী রুজিরা ব্যানার্জিকে অব্যাহতি দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কয়লা পাচার-কাণ্ডে তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তাঁকে কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen