মুকুল রায়কে নোটিশ ইডির
বিজেপি নেতার কাছ থেকে আয়-ব্যয়ের ও সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
August 21, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি নেতা মুকুল রায়কে ফের নোটিশ দিলো ইডি। জানা গিয়েছে, তদন্তে নতুন করে গতি আনতে এবং জিজ্ঞাসাবাদের জন্য “প্রাইম একিইউজড” মুকুলকে নোটিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য অবশ্য কিছুদিন আগেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গেছেন। এবার ফের তাঁকে নোটিশ ধরলো ইডি। বিজেপি নেতার কাছ থেকে আয়-ব্যয়ের ও সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।