ওড়িশায় এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ED কর্তা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৩:০০: বৃহস্পতিবার ইডির ডেপুটি ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে সিবিআই। শুক্রবার এই খবর প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, একটি মামলা তুলে নেওয়ার কথা বলে ওড়িশা ইডির ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশী পাথর খাদানের ব্যবসায়ী রতিকান্ত রাউতের কাছে পাঁচ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। সেই টাকা নিতে গিয়েই হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাঁকে।
চিন্তন রঘুবংশী ২০১৩ সালের ব্যাচের আইআরএস অফিসার। একটি দুর্নীতির মামলার তদন্তের দায়িত্বে ছিলেন ওই ইডি অফিসার। সিবিআই সূত্রের খবর, রতিকান্ত রাউত নামে ওই ব্যবসায়ীকে গত মার্চ মাসে ভুবনেশ্বরের ইডি অফিসে দেখে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সেখানেই রাউতের নামে থাকা মামলা তুলে নেওয়ার জন্য ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ।
গোটা বিষয়টি নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। তাঁর দাবি, ৫ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল তাঁর কাছে। ব্যবসায়ীর দাবি, ইডি অফিসার চিন্তন রঘুবংশী এক তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলেন। সেই ব্যক্তি গত ২৭ মে ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। কথোপকথনের সময়ে ব্যবসায়ীকে জানানো হয়, তাঁকে জেলে পাঠানো হবে না। মামলা তুলে নেওয়া হবে। তার পরিবর্তেই ৫ কোটি টাকা ঘুষ দিতে হবে।
এত পরিমাণ টাকা ইডি অফিসারকে দিতে রাজি ছিলেন না ওই ব্যবসায়ী। তবে টাকা দেওয়ার জন্য বারবার তাঁকে চাপ দেওয়া হতো বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। শেষে ওই ইডি অফিসারের সঙ্গে ২ কোটি টাকার ‘ডিল’ হয়। এর মাঝেই সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। বৃহস্পতিবার অভিযুক্ত ইডি অফিসারের বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকেরা।