অ্যাপবাইক চালকের অ্যাকাউন্টে ৩৩১ কোটি টাকা, রহস্য উন্মোচনে নেমে হতবাক ইডি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: দিল্লির এক সাধারণ অ্যাপবাইক চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ৩৩১ কোটি ৩৬ লাখ টাকা। এত বড় অঙ্কের টাকা এক সাধারণ চালকের আয়সীমার বাইরে হওয়া স্বাভাবিক। এর জেরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, Enforcement Directorate (ইডি), সতর্ক হয়ে ওঠে। তদন্তে দেখা যায়, এই বিপুল টাকার উৎস একটি গুজরাতের ছাত্রনেতার বিয়ের সঙ্গে জড়িত। গত বছরের নভেম্বরে রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত সেই এলাহি বিয়েতে এক কোটি টাকারও বেশি খরচ হয়। কিন্তু বিয়ের সঙ্গে অ্যাপবাইক চালকের কোনও সম্পর্ক ছিল না।
ইডি সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ অগস্ট থেকে ২০২৫ সালের ১৬ এপ্রিলের মধ্যে এই টাকার লেনদেন হয়। চালক নিজে জানেনই না তার অ্যাকাউন্টে এত বড় অঙ্কের টাকা রয়েছে। অনুসন্ধানকারীরা সন্দেহ করছেন, অ্যাকাউন্টটি ‘মিউল’ হিসেবে ব্যবহার করা হয়েছে—অর্থাৎ অপরাধীরা অবৈধ টাকা স্থানান্তরের জন্য তার অ্যাকাউন্টকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করেছে। তদন্তে দেখা যায়, একাধিকবার অজ্ঞাতপরিচয় সূত্র থেকে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এর মাধ্যমে ইডি বেটিংচক্রের হদিস পেয়েছে।
মিউল অ্যাকাউন্ট হলো এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা অপরাধীরা নিজস্বভাবে ব্যবহার না করে অন্যের অ্যাকাউন্টে অবৈধ অর্থ স্থানান্তর করে। সাধারণত অ্যাকাউন্টধারী জানেনই না। এই ধরনের ঘটনা এখন বৃদ্ধি পাচ্ছে, যেখানে সাধারণ মানুষ তাদের ব্যাঙ্ক বা নেটব্যাংকিং তথ্য অনিচ্ছাকৃতভাবে শেয়ার করছেন। ইডি জানাচ্ছে, আগামী দিনে গুজরাতের ছাত্রনেতাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
এই ঘটনা আবারও সতর্ক করছে, সচেতন না হলে সাধারণ মানুষও সহজে হয়ে যেতে পারে দুর্নীতির ‘মধ্যস্থতাকারী’।