বিফলে মোদী-শাহ’র ডেইলি প্যাসেঞ্জারি! জোটে BJP, জিতলে সরকারে একাই AIADMK: বার্তা পালানিস্বামীর
২০২১-এর বিধানসভা ভোটে ব্যর্থতার পর ২০২৩ সালে জোট ভেঙেছিল। তবে ২০২৬-এর নির্বাচনের আগে আবার একসঙ্গে এসেছে দুই দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৮: তামিলনাড়ু ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা! বিজেপিকে সঙ্গে নিয়ে লড়বে ঠিকই, কিন্তু মসনদে বসার সুযোগ দেওয়া হবে না, জানিয়ে দিলেন এআইএডিএমকে প্রধান ই পালানিস্বামী। তাঁর কথায় স্পষ্ট, ভোট-পরবর্তী সময়ে একক শক্তিতেই সরকার গড়বে এআইএডিএমকে (AIADMK)।
দলীয় মহলের ব্যাখ্যা, এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে বিজেপির সমর্থনে ভোটের ময়দানে নামছেএআইএডিএমকে, অন্যদিকে আগেভাগেই জানিয়ে দিচ্ছে, নির্বাচনের ফলাফল যাই হোক, সরকারে জায়গা পাবে না বিজেপি (BJP)।
প্রসঙ্গত, গত কয়েক দশকে বিজেপি ওএআইএডিএমকে-র মধ্যে সম্পর্ক বহুবার বদলেছে। ১৯৯৮ সালে প্রথম জোট, এরপর সময়ে সময়ে দূরত্ব ও ঘনিষ্ঠতা— সবই দেখা গেছে। ২০২১-এর বিধানসভা ভোটে ব্যর্থতার পর ২০২৩ সালে জোট ভেঙেছিল। তবে ২০২৬-এর নির্বাচনের আগে আবার একসঙ্গে এসেছে দুই দল। এই জোটের জন্যএআইএডিএমকে-কে কটাক্ষ শুনতে হয়েছে বিরোধীদের কাছে। বিশেষ করে ডিএমকে শিবির থেকে অভিযোগ উঠেছে, বিজেপির ‘ছত্রছায়ায়’ চলে গিয়েছে এআইএডিএমকে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এআইএডিএমকে-র সঙ্গে জোট করে বিজেপির আসলে কী লাভ হলো? কিছুদিন আগেও বিজেপি তামিলনাড়ুতে একক ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল। প্রধানমন্ত্রী মোদI এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। অথচ, এখন সেই তামিলনাড়ুতেই বিজেপি কার্যত জুনিয়র পার্টনার। এমনকি এই জোটে জিতলেও তাদের ক্ষমতার ভাগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই।