ইডেনের অনিশ্চিত বাউন্সে ব্যাটিং বিপর্যয়—হাফসেঞ্চুরি নেই, শুধুই উইকেটের পতন!

November 15, 2025 | 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট যেন তিন দিনের দৌড়ে পরিণত হয়েছে। বল পিচে পড়ার পর আচমকা টার্ন, অসমান বাউন্স—সব মিলিয়ে ব্যাটারদের দুঃস্বপ্নের উইকেট তৈরি হয়েছে।ইডেনের অনিশ্চিত বাউন্সে ব্যাটিং বিপর্যয়—হাফসেঞ্চুরি নেই একটিও , শুধুই উইকেটের পতন! প্রথম দুই দিনেই ২৬ উইকেট পড়ে গিয়েছে, আর তাতেই পরিষ্কার—এই টেস্ট ম্যাচ চতুর্থ দিন অবধি গড়াবে না। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৯৩, লিড মাত্র ৬৩ রান। এমন পরিস্থিতিতে ভারতকে তৃতীয় দিনে নেমেই ম্যাচের মোড় ঘোরানোর লড়াইয়ে নামতে হবে।

প্রথম ইনিংসে জশপ্রীত বুমরাহ ৫ উইকেট তুলে দলকে লিড এনে দিলেও দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজার ঘূর্ণিতে প্রোটিয়ারা চাপে। ইতিমধ্যেই তাঁর সংগ্রহ ৪ উইকেট। পাশাপাশি হার্মারও ভারতীয়দের ভোগাচ্ছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৪ উইকেট—এমন স্পিন সহায়ক পিচে রবিবারও তিনিই বড় সমস্যার কারণ হতে পারেন। দক্ষিণ আফ্রিকার হাতে আরও অশ্র রয়েছেন কেশব মহারাজ, যিনি দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

সবচেয়ে বড় দুশ্চিন্তা ভারত শিবিরে শুভমন গিলের চোট। তিন বল খেলে ঘাড়ের ব্যথায় মাঠ ছাড়েন, পরে ফিল্ডিং করতেও নামেননি। তাঁর অনিশ্চিত থাকা ভারতের ব্যাটিং লাইনে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

ভারতের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল (৩৯), পন্থ (২৭), জাডেজা (২৭) ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। হার্মার ৩০ রানে ৪ উইকেটে ভারতকে ১৮৯ রানে আটকে দেন। ফলে লিড মাত্র ৩০-এ থামে।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও ইডেনের পিচ ব্যাটারদের দাঁড়াতে দেয়নি। বাভুমা অপরাজিত ২৯ করলেও জাডেজা, কুলদীপ ও অক্ষরের ঘূর্ণিতে একের পর এক উইকেট পড়েছে।

তৃতীয় দিনে শুরু থেকেই ম্যাচ ভারতের পক্ষে টেনে আনার লড়াই—তারপরেও এই উইকেটে ১৪০–১৫০ রান তাড়াও ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen