জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। শুক্রবার রাতে তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। এগরার ভূমিরাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আজ, শনিবার ধৃত পুরপ্রধানকে আদালতে হাজির করা হবে।
জানা গিয়েছে, এগরা পুর এলাকার ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান! ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সেই ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এগরা পুলিশ শুক্রবার রাতে চেয়ারম্যান স্বপন নায়ক কে গ্রেপ্তার করে। শনিবার কাঁথি মহকুমা আদালতে অভিযুক্ত পুরপ্রধানকে হাজির করানো হবে।
জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে গত বছরের ২ নভেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে পদত্যাগের নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদে আসীন থাকেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। কিন্তু স্বপন নায়েক তৃণমূলের প্রতীকে জয়লাভ করার পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে থাকার মরিয়া চেষ্টা চালান বলে অভিযোগ। এদিকে আস্থা ভোটের দিন স্বপন নায়েক রাতের অন্ধকারে অবৈধভাবে বহিরাগতদের নিয়ে পুর অফিসে প্রবেশ করেছেন বলে অভিযোগ তৃণমূলের। এরফলে ভোটাভুটি স্থগিত হয়ে ।