AITT-তে অভূতপূর্ব সাফল্য বাংলার, সেরা পঞ্চাশে রাজ্যের ৮ ITI পড়ুয়া

সেরা পঞ্চাশজন পড়ুয়ার মধ্যে বাংলা থেকে আট পড়ুয়ার স্থান পেয়েছেন। তারপর চার জন ছাত্রী।

September 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইটিআই-তে অভূতপূর্ব সাফল্য পেল বাংলা। দেশব্যাপী পরীক্ষায় সফল হয়েছে বাংলার ছাত্রছাত্রীরা। জাতীয়স্তরের পরীক্ষা অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (AITT) বাংলার আইটিআই পড়ুয়ারা অত্যন্ত সফল হয়েছে। সেরা পঞ্চাশজন পড়ুয়ার মধ্যে বাংলা থেকে আট পড়ুয়ার স্থান পেয়েছেন। তারপর চার জন ছাত্রী।

গোটা দেশের মধ্যে বাংলা থেকেই সর্বাধিক সংখ্যক আইটিআই পড়ুয়া সেরাদের তালিকায় জায়গা পেলেন। প্রসঙ্গত, ২০২২ সালে এআইটিটি-তে বাংলা থেকে দশজন আইটিআই পড়ুয়া সেরাদের তালিকায় জায়গা পেয়েছিল। রাজ্য তালিকায় শীর্ষস্থান দখল করেছিল বাংলা। লাগাতার বাংলার আইটিআই পড়ুয়াদের এহেন সাফল্যে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী। তিনি নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন।অল ইন্ডিয়া ট্রেড টেস্টে পাশের হারেও শীর্ষে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen