SIR-র নোটিশ পেয়েই ‘আতঙ্ক’, চন্দ্রকোণায় মৃত্যু বৃদ্ধের

December 26, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: এসআইআর (SIR)-এর শুনানির নোটিশ হাতে পাওয়ার পরেই ‘আতঙ্কে’ মৃত্যু হল এক বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) চন্দ্রকোণা থানার অন্তর্গত মহেশপুর গ্রামে (Maheshpur village)। মৃতের নাম আলম শেখ (৬৫)। পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী তথ্যের শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি আলম শেখ ও তাঁর স্ত্রী নাসিফাজান বিবি নিঃসন্তান। রাজমিস্ত্রির কাজ করে যা আয় হতো, তা দিয়েই কোনওরকমে চলত বৃদ্ধ দম্পতির সংসার। বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ১ নম্বর বুথের বিএলও (BLO) আসরাফুল্লাহ খান SIR-র শুনানির জন্য আলম শেখের বাড়িতে নোটিশ দিতে যান।

বিএলও আসরাফুল্লাহ খান জানান, “নির্বাচন দপ্তরের নির্দেশ মতোই আগামী সোমবার আলম শেখের শুনানি রয়েছে। সেই মর্মে আমি তাঁর বাড়িতে নোটিশ ধরাতে যাই। কাগজটি হাতে পেয়ে তিনি অত্যন্ত ভয়ের সঙ্গে আমাকে জিজ্ঞেস করেন, এটি কিসের নোটিশ। আমি তাঁকে বিস্তারিত বুঝিয়ে বলে চলে আসি। পরে জানতে পারি তিনি মারা গিয়েছেন।”

স্থানীয়দের দাবি, সরকারি নোটিশটি (SIR hearing notice) হাতে পাওয়ার পর থেকেই প্রবল মানসিক চাপে পড়ে যান আলম শেখ (Alam Sheikh)। তাঁর মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করতে শুরু করে। এরপর থেকেই দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

যদিও এই ঘটনা নিয়ে পুলিশ বা প্রশাসনের কাছে মৃতের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার বিষয়ে চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, “এসআইআর-এর শুনানির নোটিশ পাওয়ার দিনেই মহেশপুরে এক ব্যক্তির মৃত্যুর খবর আমি শুনেছি। তবে এই নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। তাই ঠিক কী কারণে, বা আতঙ্কেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, তা আমার পক্ষে বলা সম্ভব নয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen