জীবিত থেকেও ভোটার তালিকায় ‘মৃত’ কেশিয়াড়ির বৃদ্ধা, পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১২: অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন কেশিয়াড়ির এক বৃদ্ধা। জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় (Voter List) তাঁকে ‘মৃত’ দেখানো হয়েছে। ফলে ২০২৫ সালের ভোটার তালিকায় নাম নেই সাবিত্রী সিংহের। এর জেরে তিনি পাননি এনুমারেশন ফর্ম (Enumeration Form)।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (East Midnapur) কেশিয়াড়ি-৭ গ্রাম পঞ্চায়েতে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুথ লেভেল অফিসার (BLO) বাড়িতে গিয়ে বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে ফর্ম দিলেও সাবিত্রীর হাতে ফর্ম তুলে দেননি। পরে তিনি ছুটে যান তৃণমূলের (TMC) তৈরি ভোট সুরক্ষা শিবিরে। সেখানে গিয়ে জানতে পারেন, নতুন ভোটার তালিকায় তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে।
সাবিত্রী বলেন, “সরকারি পরিষেবা, বার্ধক্য ভাতা, রেশন পাচ্ছি। এরপর কী হবে জানি না।” তাঁর অভিযোগের পর তৃণমূল (TMC) নেতা ফটিক রঞ্জন পাহাড়ি জানান, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।
বিএলও (BLO) শ্রীমতী পাতর গুচ্ছাইত জানান, সাবিত্রীর নাম তালিকায় নেই কারণ তিনি আগের ঠিকানায় থাকেন না। পরিবার জানিয়েছে, দু’বছর আগে তিনি কাশীপুরে থাকতেন। পরে ছেলে প্রহ্লাদের কাছে সুজাপুরে (Sujapur) চলে আসেন। স্থান পরিবর্তনের কারণে আগের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। দু’টি বুথ আলাদা হওয়ায় বিভ্রাট হয়েছে।
ব্লক প্রশাসন জানিয়েছে, নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করলে সাবিত্রীর (Sabitri) নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।